আঁকা বাঁকা নদী সম্পর্কে টীকা
আঁকা-বাঁকা নদীঃ সমভূমিতে নদীর গতিবেগ খুব কম থাকে বলে সামান্য একটু বাধা পেলেই নদী একে- বেঁকে প্রবাহিত হয়। একেই বলে আঁকা-বাঁকা নদী। প্রসঙ্গত উল্লেখ করা যায় যে, তুরস্কে অত্যন্ত আঁকাবাঁকা গতিপথ বিশিষ্ট একটি নদী আছে। নদীটির নাম মিয়েন্ডারে। এই নদীর নাম অনুসারেই অন্য যেকোন নদীর আঁকাবাঁকা গতিপথকে ‘মিয়েন্ডার বলা হয়। উদাহরণ বারাণসীর কাছে গঙ্গা নদীর এইরকম আঁকাবাঁকা গতিপথ আছে।
এটিও পড়ুন – জাতিপুঞ্জের সাফল্যের কিছু দিক উল্লেখ করাে।
leave your comment
You must be logged in to post a comment.