মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (জন্ম ১৮৫৭): রাধাগােবিন্দ কর, এম. এল. দে,কুমুদনাথ ভট্টাচার্য প্রমুখের সঙ্গে মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ক্যালকাটা মেডিক্যাল স্কুলের প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বেসরকারি এই মেডিক্যাল স্কুলটির প্রতিষ্ঠা কমিটির সভাপতিত্ব করেন। পরবর্তীকালে স্কুলটি কারমাইকেল কলেজে পরিণত হলে মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এর অধ্যক্ষ হন। কলেজটিকে দৃঢ়ভিত্তির উপর প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তার বলিষ্ঠ ভূমিকা ছিল। কলেজটির অদূরে মেডিক্যাল কলেজ
অবস্থিত হওয়ায় সেই কলেজের ছাত্রদের সঙ্গে কারমাইকেল কলেজের যে প্রতিদ্বন্দ্বিতা চলে, সে সম্পর্কে তিনি সচেতন ছিলেন। চরম আর্থিক দৈন্যের মধ্যেও চিকিৎসক ও প্রশাসক মহেন্দ্রনাথ দক্ষতার সঙ্গে সেই পরিস্থিতি থেকে উত্তরণের প্রয়াসী হন। ১৩৩০ বঙ্গাব্দের বঙ্গবাণী পত্রিকারসম্পাদকীয়তে লেখা হয়’কলিকাতারলব্বপ্রতিষ্ঠ সকল ডাক্তারই নিঃস্বার্থভাবে কাজ করিতেছেন বলিয়াই গুরুতর টাকার অভাবেও কাজ চলিতেছে।
You must be logged in to post a comment.