পদার্থ বিজ্ঞান এর বিভিন্ন সুত্র
রাশিঃ- বস্তু জগতে পদার্থের যেসব ভৌত বৈশিষ্ট পরিমাপ করা যায় তাকে রাশি বলে। যেমনঃ- কোনো বস্তুর দৈর্ঘ, ভর, আয়তন, ভেগ, ত্বরণ, কাজ ইত্যাদি এক একটি রাশি। পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত যে কোন রাশিকে ভৌত রাশি বলে। ভৌত রাশি কে ২ ভাগে ভাগ করা হয়েছে-
১) স্কেলার রাশি বা অদিক রাশি ।
২) ভেক্টর রাশি বা সদিক রাশি।
১) স্কেলার রাশি বা অদিক রাশিঃ- যেসব ভৌত রাশিকে সম্পুর্নভাবে প্রকাশ করতে শুধু মানই যথেষ্ট, কোনো দিক নির্দেশের প্রয়োজন হয় না তাকে স্কেলার রাশি বলে। যেমনঃ- দৈর্ঘ, ভর, সময়, ক্ষেত্রফল, আয়তন ইত্যাদি।
২) ভেক্টর রাশি বা সদিক রাশিঃ- যেসব ভৌত রাশিকে সম্পুর্নভাবে প্রকাশ করতে মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে। যেমনঃ- সরণ, বেগ, ত্বরণ, মন্দন, বল, ওজন ইত্যাদি।
বিভিন্ন ভৌত রাশি ও তাদের একক সমূহ
রাশি | প্রতীক |
দৈর্ঘ (Length) | l |
ভর (Mass) | m |
সময় (Time) | t |
সরণ (Displacement) | s |
ক্ষেত্রফল (Area) | A |
আয়তন (Volume) | V |
ত্বরণ (Velocity, Speed) | a |
ভরবেগ (Momentum) | p |
বল (Force) | F |
কাজ (Work) | W |
ক্ষমতা (Power) | P |
শক্তি (Energy) | E |
ঘনত্ব (Density) | p |
চাপ (Pressure) | P |
তাপমাত্রা (Temperature) | θ |
তাপ (Heat) | Q |
আধান (Charge) | q |
রোধ (Resistance) | R |
এটিও পড়ুন – জীবনের হিসাব গল্প
You must be logged in to post a comment.